ঢাকা: প্রতিরক্ষাখাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। তবে দেশটির এমন সিদ্ধান্তে এই অঞ্চলে সামরিক উপস্থিতি সম্প্রসারিত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেরিয়ার সামরিক বাহিনীর ২০১৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্র খসড়ায় জানানো হয়েছে, আগামী দশ বছরে দেশটি সামরিক খাতের ব্যয় বাড়িয়ে ২৯ দশমিক ৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৭৮.১১ টাকায় ডলার হিসাবে ১ লাখ ৬৭ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ টাকা) করবে।
সামরিকখাতে বর্ধিত এ বরাদ্দের সবচেয়ে বেশিটাই ব্যয় করা হবে সাবমেরিনের পেছনে। এছাড়া নৌজাহাজ, ফাইটার জেট ও সেনাদের পেছনেও ব্যয় বাড়ানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সাল নাগাদ অস্ট্রেলিয়ার জাতীয় আয়ের ২ শতাংশ ব্যয় করা হবে সামরিক খাতে। ২০৩৫ সালের মধ্যে সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠায় দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএইচ