ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘উইনস্টন’ তাণ্ডব

ফিজিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪, গৃহহীন ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ফিজিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪, গৃহহীন ৩৫ হাজার ছবি: সংগৃহীত

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র চালানো তাণ্ডবের ছয়দিন পরও মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৩৬ জন মৃত্যুর খবর জানালেও বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আরও ৮ জন বেড়ে ‍তা ৪৪ জনে পৌঁছেছে।

এছাড়া গৃহহীন হয়েছেন অন্তত ৩৫ হাজার মানুষ।

এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। সবশেষ ৩ টন সাপ্লাই ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণে ৪০ জন ইঞ্জিনিয়ার পাঠিয়েছে ফ্রান্স।

গৃহহীনদের ঘরবাড়ি নির্মাণে সব ধরনের সাহায্যের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ক্যানবেরা, ওয়লিংটন, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর্থিক সহযোগিতা করেছে।

গত শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল, যা সর্বোচ্চ ১৮৫ মাইল পর্যন্ত ওঠে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

জেডএস

**  ফিজিতে ‘উইনস্টন’ তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৬
** ফিজিতে ‘উইনস্টন’ তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২৮

** ফিজিতে ‘উইনস্টন’র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৭
**  ফিজিতে এক ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প, তাণ্ডব চালাচ্ছে ‘উইনস্টন’

** ফিজিতে ‘উইনস্টন’র তাণ্ডব, নিহত ১
** সময়ের আগেই ফিজিতে ‘উইনস্টন’র আঘাত
** ফিজিতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।