ঢাকা: ধুকতে থাকা জাপানি ইলেক্ট্রনিক জায়ান্ট শার্পকে কিনে নিয়েছে তাইওয়ানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ফক্সকন।
শার্পের পরিচালনা পর্ষদে দু’দিন ব্যাপী আলোচনা শেষে ফক্সকনের প্রস্তাবটি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।
শার্প কিনে নিতে প্রথমে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার (৭৮.১১ টাকায় ডলার হিসাবে ৪১ হাজার ৩৯৫ কোটি ৮৯ লাখ টাকা) প্রস্তাব করেছিল ফক্সকন। পরে অর্থের পরিমাণ বাড়িয়ে ক্রয়মূল্য ৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে (৪৬ হাজার ৮২ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকা) উন্নীত করা হয়।
টেলিভিশন, ট্যাবলেট ও ডিসপ্লে স্ক্রিন প্রস্তুত ও বিপণনকারী শার্পের বিশ্বব্যপী কর্মী সংখ্যা ৫০ হাজার।
চলতি মাসের প্রথমদিকে শার্প জানায়, ২০১৬ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯১৮ মিলিয়ন ডলার (৭ হাজার ১৭০ কোটি টাকা) লোকসান হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ ঋণের বোঝাও রয়েছে এর মাথায়।
এর আগে ২০১২ সালে ইলেক্ট্রনিক জায়ান্ট শার্প একবার দেওলিয়া হওয়ার উপক্রম হয়। সে বছরও বিনিয়োগের প্রস্তাব করে ফক্সকন। কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পরই সে দফায় আলোচনা ভেস্তে যায়।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএইচ