ঢাকা: রাশিয়ায় ভরকুতা এলাকায় একটি কয়লাখনিতে দ্বিতীয় দফায় বিস্ফোরণে পাঁচ উদ্ধারকর্মী নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ওই কয়লখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জরুরিসেবা অধিদফতরের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) খনিটিতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হন। এছাড়া নিখোঁজ হন আরও ২৬ কর্মী। তাদের উদ্ধারেই খনিটিতে কাজ করছিলেন উদ্ধারকর্মীরা।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দফায় এ বিস্ফোরণের পর নিখোঁজ ২৬ কর্মীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা আরও কমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএইচ