ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাব প্রদেশের গভর্নর হত্যাকারীর ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
পাঞ্জাব প্রদেশের গভর্নর হত্যাকারীর ফাঁসি কার্যকর

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে তার দেহরক্ষী ও এলিট ফোর্স কমান্ডো মুমতাজ কাদরিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আদিয়ালিয়া কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

মুমতাজ কাদরি ২০১১ সালের ৪ জানুয়ারি ইসলামাবাদের কোসার বাজারে গভর্নর সালমান তাসিরকে গুলি করে হত্যা করেন। একই বছর এ হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পাকিস্তানে ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসিয়া বিবিকে সমর্থন করায় তাসিরকে গুলি করে হত্যার বিষয়টি স্বীকারও করেন কাদরি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬/আপডেট: ১০৪৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।