ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেসিডোনিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙলো ক্ষুব্ধ শরণার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
মেসিডোনিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙলো ক্ষুব্ধ শরণার্থীরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপমুখী শরণার্থীদের স্রোত ঠেকাতে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে দেওয়া কাঁটা তারের বেড়া ভেঙে মেসিডোনিয়ায় ঢুকে পড়েছে শরণার্থীরা। এ সময় তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করে সীমান্ত রক্ষী বাহিনী।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, সোমবার গ্রিস থেকে মেসিডোনিয়ায় শুধুমাত্র ৫০ জন শরণার্থী প্রবেশের সুযোগ পায়। এতে ওই সীমান্তে আটকে থাকা প্রায় ৬ হাজার শরণার্থী ক্ষুব্ধ হয়ে পড়লে এক পর্যায়ে তারা কাঁটা তারের বেড়া ভেঙে ফেলে।

এসব শরণার্থীর বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এবং ইরাক থেকে এসেছেন। খাবার ও ওষুধ না থাকায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন তারা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।