ঢাকা: ইরাকে পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বাগদাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় ৪০ জন ও পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা ঘাঁটিতে ৮ জন।
মঙ্গলবার (০১ মার্চ) দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিয়ালায় স্থানীয় শিয়া অধ্যুষিত সংগঠন হাশিদ শাইবি আমব্রেলা গ্রুপের এক কমান্ডারের নিকট আত্মীয়ের জানাজার অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় জানাজায় অংশ নেওয়া সংগঠনটির ছয়জন কমান্ডারসহ অন্তত ৩৪ জন নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও ৫৮ জন।
এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।
রোববারের বোমা হামলার দায়ও স্বীকার করে আইএস।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আরএইচএস/জেডএস