ঢাকা: সিরিয়ার তুরস্ক সীমান্তে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসে) সঙ্গে সংঘর্ষে কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির অন্তত ৪৩ সদস্য নিহত হয়েছে। আইএস সীমান্তের তেল আবায়েদ দখলে এলে এ সংঘর্ষ হয়।
বুধবার (২ মার্চ) ওয়াইপিজির এক নেতার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, আইএস আক্রমণে এলেও তাদের কঠিনভাবে প্রতিহত করেছে ওয়াইপিজি।
ওয়াইপিজির নেতা রেদুর জেলিল জানান, শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে তেল আবায়েদ দখলে আক্রমণে আসে আইএস। এতে ওয়াইপিজির ৪৩ সদস্য ছাড়াও নিহত হয় ১৪০ আইএস জঙ্গি। সংঘর্ষে ২৩ জন বেসামরিক লোকও নিহত হয়। ওয়াইপিজির প্রতিরোধের মুখে সোমবার (২৯ ফেব্রুয়ারি) আবায়েদ শহর ছেড়ে যায় আইএস।
গত বছর শহরটি দখলে নিয়েছিল ওয়াইপিজি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএইচএস/এইচএ/