ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোজাম্বিকে পাওয়া ‘ধ্বংসাবশেষ’ এমএইচ৩৭০’র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
মোজাম্বিকে পাওয়া ‘ধ্বংসাবশেষ’ এমএইচ৩৭০’র! ছবি: সংগৃহীত

ঢাকা: আর ক’দিন বাদেই মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট এমএইচ-৩৭০ এর নিখোঁজ হওয়ার দু’বছর পূর্ণ হবে। এ দু’বছরে ভারত মহাসাগরের দক্ষিণাংশ তন্ন তন্ন করে অনুসন্ধান পরিচালনা করেছে অস্ট্রেলিয়ার নেতৃত্বে বহুজাতিক উদ্ধারকারী দল।



মাঝে ফ্রান্সের রিউনিয়ন দ্বীপসহ বেশ কিছু জায়গায় ধ্বংসাবশেষ পাওয়ার পর অনুসন্ধানীদের মনে ধারণার সৃষ্টি হয়, এবার বুঝি ২৩৯ আরোহীসহ গায়েব হয়ে যাওয়া বোয়িং-৭৭৭-২০০ইআর প্লেনটির নিখোঁজ রহস্যের একটা কিনারা হবে। কিন্তু সেসব আশা খুব বেশিদিন আলো দেয়নি।

এবার আবার দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে পাওয়া গেছে একটি প্লেনের ধ্বংসাবশেষ, যা এমএইচ-৩৭০ এর নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

এমএইচ-৩৭০ এর অনুসন্ধানে নিয়োজিত বহুজাতিক অভিযানের নেতৃত্ব দেওয়া খোদ অস্ট্রেলিয়ার অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রী ড্যারেন চেস্টার এবার আশাবাদী।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সাংবাদিকদের তিনি বলেছেন, মোজাম্বিকে যে প্লেনের ধ্বংশাবশেষ পাওয়া গেছে, তার সঙ্গে ফ্লাইট এমএইচ-৩৭০ এর যথেষ্ট মিল রয়েছে। তবে এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এমএইচ-৩৭০ এর তদন্তকারী দল প্রথমে ধ্বংসাবশেষটি পরীক্ষা-নিরীক্ষা করবেন।

ড্যারেন চেস্টার আরও বলেছেন, পাওয়া যাওয়া এক মিটারের মতো লম্বা ধাতব অংশটি মোজাম্বিক কর্তৃপক্ষ এখন অস্ট্রেলিয়ায় পাঠাবেন। এরপর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া কর্তৃপক্ষ তা পরীক্ষা করবেন।

২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০। এর পর থেকে আজ পর্যন্ত প্লেনটি বা এর আরোহীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।