ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

 

 ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিযবুল মুজাহিদীনের তিন সদস্য নিহত হয়েছে

 

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় এ খবর জানানো হয়।

অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আশিক হুসাইন, মোহদ ইসাক ও আসিফ এএইচ মির। এর মধ্যে গত বছর উদামপুরে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িবহরে হামলাকারী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়দাতা ছিলেন আশিক হুসাইন।

খবরে বলা হয়, বুধবার (০২ মার্চ) দিনগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত থাকলেও বিচ্ছিন্নতাবাদীদের অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএইচএস
/আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।