ঢাকা: যে কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়া প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।
শুক্রবার (০৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
সম্প্রতি ক্ষেপণাস্ত্র ছোড়া ও পারমাণবিক পরীক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরেই তিনি এমন তথ্য জানান।
কিম জং-উন বলেন, উত্তর কোরিয়াকে শত্রুরা হুমকি দিচ্ছে। তাই নিজেদের সার্বভৌমত্ব ও বাঁচার অধিকার রক্ষার জন্য পারমাণবিক সক্ষমতা বাড়ানো দরকার।
এদিকে, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (০৩ মার্চ) দেশটির সাগরে ছয়টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনাকে এক ধরনের জবাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬/ আপডেট: ১২০৩ ঘণ্টা
টিআই