ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংককে কমিউটার বোট বিস্ফোরণে আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ব্যাংককে কমিউটার বোট বিস্ফোরণে আহত ৬০ ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রীবাহী কমিউটার বোট বিস্ফোরণে ৬০ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।



শনিবার (৫ মার্চ) ব্যাংককের খলং সায়েন সায়েপে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, আহতরা সবাই ওই নৌকার যাত্রী ছিলেন। ‍তাদের স্থানীয় পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্যাস লিকেজের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ০৫, ০২১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।