ঢাকা: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের দেশ ইকুয়েডরে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ১।
শনিবার (০৬ মার্চ) আন্তর্জাতিক সময় মান দিনগত রাত রাত ১২টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় রোববার সকাল ৬টা ৫৪ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ইকুয়েডরের কুইটো থেকে ২৩৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৫৫.৬ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
আরএইচএস/টিআই