ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় নিহত ১০ ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

তবে প্রাথমিকভাবে এ হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

রোববার (০৬ মার্চ) দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শনিবার (০৫ মার্চ) তেগুসিগালপার একটি বিলিয়ার্ড খেলার হলরুমে পুলিশের পোশাক পরিহিত পাঁচজন ব্যক্তি ওই সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন। বাকি দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার সময় বন্দুকধারীরা একে-৪৭ রাইফেল ব্যবহার করেছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়।

স্থানীয় বিরোধ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেখানে প্রায়ই হামলার ঘটনা ঘটে। এই হামলা তার অংশ বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬/আপডেট: ১১০৫ ঘণ্টা
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।