ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে জঙ্গি হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
গুজরাটে জঙ্গি হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের গুজরাটে জঙ্গি হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

রোববার (০৬ মার্চ) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।



এর আগে গুজরাটে নাশকতার লক্ষ্যে সন্দেহভাজন ১০ জঙ্গির অনুপ্রবেশের খবর জানায় পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর। এর পরপরই কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয় গুজরাটকে।

ধারণা করা হচ্ছে, শিবরাত্রি উপলক্ষে বিশাল জনসমাগমে আতঙ্ক ছড়াতেই জঙ্গিরা এ টার্গেট নিয়েছে।

এরই মধ্যে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা আহমেদাবাদ পৌঁছে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।