ঢাকা: বর্তমান বিশ্বে যোগাযোগের একটি আবশ্যক মাধ্যম ইমেইল। ব্যক্তিগত ও জরুরি তথ্য থেকে শুরু করে ভিডিও, ছবি- সবই আদান প্রদান করা হয়ে থাকে ইমেইলের মাধ্যমে।
শনিবার (০৫ মার্চ) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে সোমবার (০৭ মার্চ) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
১৯৭১ সালে মার্কিন কম্পিউটার প্রোগ্রামার টমলিনসন প্রথম ইলেক্ট্রনিক মেসেজ বা ইমেইলের ধারণা দেন। এ উদ্ধাবনের সময়ই তিনি ইমেইল ঠিকানার সঙ্গে @ চিহ্নটি ব্যবহার করেন। সে সময় তিনি বোস্টনে একটি প্রতিষ্ঠানে প্রকৌশৈলী হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচ