ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুর্কি উপকূলে নৌকাডুবি, ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
তুর্কি উপকূলে নৌকাডুবি, ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ঢাকা: গ্রিসে পৌঁছানোর চেষ্টাকালে তুর্কি উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৮ অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।

সোমবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্পিড বোট-হেলিকপ্টার ব্যবহার করে তার্কিস কোস্ট গার্ড ১৫ জনকে জীবিত এবং ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে।



ডিডিম শহরের পাশে এজিয়ান সাগরে উদ্ধার অভিযান চালায় তার্কিস কোস্ট গার্ড।

দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-এর মতে, গত এক বছরে ১ লাখ ৩৫ হাজার অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে ইউরোপ পৌঁছায়। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার জন তুর্কি হয়ে।

এক বছরে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ৪শ’ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।