ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরির দাবি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরির দাবি উ. কোরিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দাবি করেছেন, তার দেশের বিজ্ঞানীরা ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছেন, যা ব্যালাস্টিক মিসাইলেও বসানো যাবে।

এর আগেও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ধরনের দাবি করা হয়।

তবে এবারই প্রথম দেশটির শীর্ষনেতা সরাসরি ক্ষুদ্র আকৃতির বোমা তৈরির দাবি করলেন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে এখনো দ্বিধান্বিত।

চলতি বছর জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘ আরো জোরদার করে। এর পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকির পাশাপাশি মহাকাশে আরো রকেট ছোড়ার ঘোষণাও আসে কিম জং-উনের তরফ থেকে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।