ঢাকা: ধর্ষণের করাল গ্রাসে ভারত যেন গ্রহণের আঁধারে হাবুডু্বু খাচ্ছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও, কোনো না কোনো নারী ধর্ষণের শিকার হচ্ছেন।
মামলার নিরিখে এ তথ্য জানা গেছে উল্লেখ করে সম্প্রতি লোকসভায় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গত দু’বছরে (২০১২-১৪) পুরো দেশে ধর্ষণ মামলায় এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ হাজার ৬৫৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এ রাজ্যে একই সময় ব্যবধানে নথিভুক্ত হয়েছে ৪৮৪টি ধর্ষণের ঘটনা।
পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনায় এ দু’বছরে ১ হাজার ৮৪৮ জন গ্রেফতার হলেও, দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ৫৭ জন। এ ক্ষেত্রে গোটা দেশে ২৮তম স্থানে রয়েছে এ রাজ্য।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচ