ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সড়ক দুর্ঘটনা পুলিশসহ ১৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
মিশরে সড়ক দুর্ঘটনা পুলিশসহ ১৮জন নিহত

ঢাকা: মিশেরর দক্ষিণ সিনাই এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশসহ ১৮ জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সময় বুধবার (০৯ মার্চ) রাতে ওই অঞ্চলের আবু রিদিস-তুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
বিবৃতিতে বলা হয়, নিহততের মধ্যে ১২জন পুলিশ সদস্য রয়েছেন, যারা স্থানীয় দাহাব থানায় কর্মরত ছিলেন। এছাড়া চারজন ছাত্র ও দুইজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও আছেন।

প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মিশরে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। সড়কে অপর্যাপ্ত নিরাপত্তা ও চালক এবং যানবাহনের ট্রাফিক আইন অমান্য করার কারণেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।