ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম দফার এস-৩০০ রুশ মিসাইল ইরানে যাবে আগস্টে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
প্রথম দফার এস-৩০০ রুশ মিসাইল ইরানে যাবে আগস্টে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম দফার এস-৩০০ রুশ মিসাইলগুলো ইরানে যাবে চলতি বছরের আগস্ট মাসে। এ স্থানান্তর প্রক্রিয়া ধীরে সম্পন্ন হলেও তা সেপ্টেম্বরে অবশ্যই পৌঁছাবে।



শুক্রবার (১১ মার্চ) রুশ শিল্পজোট রসটেক-এর প্রধান সের্গেই শেমেযভ এ তথ্য জানিয়েছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ একটি সংবাদমাধ্যম এর আগে দাবি করেছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রথম দফার মিসাইলগুলো স্থানান্তর করা হবে।

এস-৩০০ মিসাইলগুলো ২০১০ সালেই ইরানে পৌঁছানর কথা ছিল। কিন্তু পরমাণু কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ায় সে বার আর সম্ভব হয়নি। গত বছর জুলাইতে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর সম্প্রতি ইরানের ওপর থেকে ওই নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর থেকেই প্রায় ছয় বছর আগে রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে মিসাইলগুলো স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।