ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে প্রার্থিতা দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্ধারিত নির্বাচনী র্যালিটি বাতিল করেছেন ট্রাম্প।
শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে তিনি এই নির্বাচনী র্যালিটি বাতিল করেছেন। র্যালিটি শিকাগোর ইলিনোইস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডোনাল্ড ট্রাম্প ওই স্থানে পৌঁছানোর আগেই সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দু’জন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস/টিআই