ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৩।
শনিবার (১২ মার্চ) দিনগত রাত ১২টা ০৬ মিনিটে এ কম্পনের সৃষ্টি। উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী আতকা-আলাস্কা থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে এ কম্পনের কেন্দ্র।
ভূমিকম্পের ফলে রাশিয়াতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আইএ/