ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্টে বন্দুকধারীর হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আইভরি কোস্টে বন্দুকধারীর হামলায় নিহত ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে উপকূলবর্তী একটি রিসর্টে একদল বন্দুকধারীর হামলায় চার ইউরোপীয় নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) উপকূলীয় শহর গ্র্যান্ড-বাসামে হোটেল এতোয়লে ডু সুদের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এই এলাকাটি পশ্চিমা দেশগুলোর পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের।

এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কোনো সংগঠনও এ হামলার দায় স্বীকার করে নেয়নি। তবে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্যরাই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।