ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
থাইল্যান্ডে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যাংকের বেজমেন্টে রাসায়নিক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।



সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, রোববার (১৩ মার্চ) ব্যাংককের সিয়াম কমার্শিয়াল (এসসিবি) নামে একটি ব্যাংকের বেজমেন্টে এ  দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাংকটির বেজমেন্টে একজন শ্রমিক কাজ করার সময় ভুলক্রমে অগ্নি নির্বাপক যন্ত্র চালু করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।