ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ঢাকা: পারমাণবিক বোমা বহনে সক্ষম দূরপাল্লার মিসাইল ‘অগ্নি-১’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

সোমবার (১৪ মার্চ) সকালে উড়িষা উপকূলে মিসাইলটির পরীক্ষা চালানো হয়।



দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নযয়ন সংস্থার (ডিআরডিও) এক কর্মকর্তা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের (এসএফসি) প্রশিক্ষণের অংশ হিসেবে এ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

খবরে বলা হয়, ৭০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য।

সকাল সোয়া ৯টার দিকে আবদুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) উদ্বোধন করা হয়।

আবদুল কালাম আইল্যান্ডটি (সাবেক হুইলার দ্বীপ) উড়িষার রাজধানী ভূবনেশ্বর থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত।  

এদিকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মডেলের মিসাইলের পরীক্ষা চালালো ভারত। এর আগে গত বছরের নভেম্বরে একই মডেলের একটি মিসাইলের পরীক্ষা চালায় ভবিষ্যতের ‘পরাশক্তি’ দেশটি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।