ঢাকা: মরক্কোয় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মরক্কোর আল-হোসেইমা থেকে ৬৩ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে ভূমিকম্পের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহাণীর খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সর্তকতাও।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএইচএস/আরএইচ