ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৪৫ কুর্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৪৫ কুর্দি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্তত ৪৫ জন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী।



বিবৃতিতে জানানো হয়, ইরাকের কান্দিল পর্বত এলাকায় তুর্কি এফ-১৬ ও এফ-৪ জেট বিমান এ হামলাগুলো পরিচালনা করে। এই এলাকা পিকেকে’র প্রধানঘাঁটি বলে ব্যবহার হয়। ৪৫ সদস্য নিহত হওয়া ছাড়াও তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দুই অস্ত্রাগার ও দু’টি রকেট স্থাপনাও ধ্বংস হয়েছে এ অভিযানে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।