ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ায় মার্কিন শিক্ষার্থীর ১৫ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
উ. কোরিয়ায় মার্কিন শিক্ষার্থীর ১৫ বছরের সাজা ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রবিরোধী অপরাধে মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়েরকে (২১) ১৫ বছরের কঠিন শ্রমের সাজা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত।

ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারি মাসে তিনি উত্তর কোরিয়া ভ্রমণকালে একটি হোটেল থেকে একটি ‘প্রোপাগান্ডা সাইন’ চুরির চেষ্টা করেন।

এ অভিযোগে তাকে আটকও করা হয়।

পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়ার্মবিয়ের নিজের অপরাধ স্বীকার করে বলেন, একটি চার্চ গ্রুপ তাকে উত্তর কোরিয়া থেকে একটি ‘ট্রফি’ নিয়ে যাওয়ার অনুরোধ করে। সে অনুরোধ রাখতেই তিনি চুরির চেষ্টা করেন।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, মার্কিন শিক্ষার্থীকে কঠোর এ সাজা দেওয়ায় উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটার আশঙ্কা তৈরি হলো।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার শিক্ষার্থী ওয়ার্মবিয়েরকে গত ২ জানুয়ারি আটক করে উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।