ঢাকা: সন্ত্রাসী হামলার শঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জার্মানি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এ বন্ধের কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুধু দূতাবাসই নয়, ইস্তাম্বুলে জার্মান কনস্যুলেট জেনারেলের কার্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলার শঙ্কায় বৃহস্পতিবার দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচ