ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ক্যামেরুনে বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড

আফ্রিকার দেশ ক্যামেরুনে নাইজেরীয় জঙ্গি গ্রুপ বোকো হারামের ৮৯ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিচ্ছে।



একটি সামরিক আদালত তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন। বলা হয়েছে,  নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্ত অঞ্চলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো এই সাজাপ্রাপ্তরা।

২০১৪ সালে ক্যামেরুন সরকার সন্ত্রাস-বিরোধী আইন পাশ করে। যাতে এই মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভূক্ত করা হয়। তবে এর পর এই প্রথম বারের মত আইনটির প্রয়োগ করলো ক্যামেরুন। বোকো হারামের সঙ্গে যোগসাজশ রাখার কারণে এ পর্যন্ত আটক হওয়া মোট ৮০০ জনের অংশ এই ৮৯ জঙ্গী।

তবে মৃত্যুদণ্ড দেওয়ার পর স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো ক্যামেরুনের বিচার ব্যবস্থা পাল্টানোর দাবি তুলছে।
অন্যদিকে গত বছর সন্ত্রাস প্রতিরোধ জোটের সঙ্গে ক্যামেরুন যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় কয়েক শ’ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা।

বাংলাদেশ সময় ০৫০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।