ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বন্য হাতির আক্রমণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভারতে বন্য হাতির আক্রমণে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে পৃথক পৃথক স্থানে গত তিনদিনে বন্য হাতির আক্রমণে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশকয়েকজন।



সোমবার (২১ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার বন্য হাতির আক্রমণে একজন নিহত হন। এর আগে শনিবার বর্ধমান জেলায় অন্য আরেকটি হাতির আক্রমণে চারজন মারা যান ও আহত হন দুইজন।

এদিকে এ ঘটনায় এলাকাগুলোতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।