ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত

ঢাকা: ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এতে বেশ কয়েকজন আহত ও টার্মিনালে কয়েকশ’ মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানবন্দরের আমেরিকান এয়ারলাইন্সের চিক-ইন পয়েন্টে দু’টি বিস্ফোরণে আওয়াজ শোনা যায়। ওই ঘটনার পর ব্রাসেলস বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। বন্ধ রয়েছে বিমানবন্দরের রেল ট্রাফিক ব্যবস্থা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের ডিউটি ফ্রি শপিং সেকশনে হঠাৎ তারা ‘শকওয়েভ’ অনুভব করেন। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ছোটাছুটি শুরু করেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরের ভেতরে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দূর থেকে দেখা যায়, বিমানবন্দর এলাকার আকাশে কালো ধোঁয়া উড়ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/আপডেট: ১৪৪৮ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।