ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রোস্টেশনে আত্মঘাতী বোমা হামলার ঘটনার নেপথ্যে দুই ভাই জড়িত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
তারা হলেন, খালিদ আল বাক্রাওই ও ব্রাহিম আল-বাক্রাওই।
ব্রাসেলস ফেডারেল প্রসিকিউটরের দাবি, ব্রাহিম জাভেনতেম বিমানবন্দরে হামলাকারীদের একজন, যেখানে ১১ জন নিহত হন। অপরদিকে খালিদ মেট্রোস্টেশনে হামলায় অংশ নেয়, যেখানে ২০ জন নিহত হয়।
এদিকে, বিমানবন্দরে হামলাকারীদের অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন নিহত হয়েছেন।
এরআগে হামলায় সংশ্লিষ্ট ‘সন্দেহভাজন’ মূলহোতা নাজিম লাচরাওইকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম দাবি করে। তবে ব্রাসেলস প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেননি।
এ হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বেলজিয়াম।
এছাড়া বুধবার (২৩ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টায় দেশটির রাজা ও রানী হামলার বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরে তারা হাসপাতালে আহতদের দেখতে যান।
মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে শক্তিশালী জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর। এর ৭৯ মিনিটের মাথায় অপর এক আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে অবস্থিত মায়েলবিক মেট্রোস্টেশন।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসআর