ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

বেলজিয়াম থেকে ‘লড়বেন না’ আব্দেসলাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বেলজিয়াম থেকে ‘লড়বেন না’ আব্দেসলাম ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার মূলহোতা সালাহ আব্দেসলাম ব্রাসেলসে একটি আদালতে শুনানির সময় আবেদন করেছেন, তাকে যেন ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়। বেলজিয়াম থেকে তিনি আইনি লড়াই চালাতে চান না।



বৃহস্পতিবার (২৪ মার্চ) স্থানীয় সময় সকালে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে সশরীরে আব্দেসলামকে হাজির করা হয়নি। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এসভেন ম্যারি।

শুনানি শেষে এসভেন ম্যারি সাংবাদিকদের জানান, আব্দেসলাম আদালতের কাছে আবেদন করেছেন, তাকে যেন ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়।

গত ১৮ মার্চ বেলজিয়াম পুলিশের এক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় আব্দেসলামকে। গত বছর ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে আত্মঘাতী হামলা চালায় তার নেতৃত্বে একটি জঙ্গিদল। এ হামলায় নিহত হন ১৩০ জন। আহত হন আরো অনেকে। হামলায় ও পুলিশি অভিযানে আব্দেসলাম বাদে বাকি সব হামলাকারীই মারা পড়েন। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

গত মঙ্গলবার (২২ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে ও মায়েলবিক মেট্রোস্টেশনে হামলা চালায় একদল জঙ্গি। আইএস এ হামলারও দায় স্বীকার করে নিয়েছে। ব্রাসেলস হামলার ক্ষেত্রেও একজন বাদে মারা পড়েছেন বাকি হামলাকারীরা। পুলিশ এখন সন্দেহভাজন নাজিম লাচরাওইকে খুঁজছে।

বেলজিয়াম পুলিশ ও গোয়েন্দাদের ধারণা, মাস চারেক আগে আব্দেসলামের সঙ্গে লাচরাওই বেলজিয়ামে প্রবেশ করেন। আর আগে থেকেই ব্রাসেলসে অবস্থান করছিলেন ব্রাহিম আল বাক্রাওই ও খালিদ আল বাক্রাওই। এ দুই সহোদরের ভাড়া করা অ্যাপার্টমেন্টেই আশ্রয় নেন আব্দেসলাম ও লাচরাওই। এখানেই তারা পরবর্তী হামলার ছক কষতে থাকেন। কিন্তু ব্রাসেলস হামলার দশদিন আগে বেলজিয়াম পুলিশ তাদের অবস্থানের ব্যাপারে টের পেয়ে যায়। বিপদ বুঝে বাকিদের নিয়ে আবারো আত্মগোপনে যান আব্দেসলাম। কিন্তু তাদের নতুন ডেরার খবরও পেয়ে যায় পুলিশ। গত ১৮ মার্চ সেখানে অভিযান পরিচালিত হলে আব্দেসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। কিন্তু পালিয়ে যান বাকিরা।

ধারণা করা হচ্ছে, ১৮ মার্চের অভিযানের ফাঁক গলে ফসকে যাওয়া জঙ্গিরা পরে নতুন কোথাও ডেরা গাঁড়েন। সেখানেই তারা হামলার প্রস্তুতি নেন।

বেলজিয়ামের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবারের শুনানিতে আব্দেসলামকে আদালতে হাজির করার কথা ছিল প্রথমে। কিন্তু ২২ মার্চের হামলার কারণে তাকে বহির্জগতে নেওয়ার ঝুঁকি আর নেয়নি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।