ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্রেব্রেনিৎসার কসাই’ কারাদজিকের ৪০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
‘স্রেব্রেনিৎসার কসাই’ কারাদজিকের ৪০ বছরের জেল ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে সংঘটিত গণহত্যার ঘটনায় বসনীয় সার্ব যুদ্ধাপরাধী নেতা (স্রেব্রেনিৎসার কসাই হিসেবে চিহ্নিত) রাদোভান কারাদজিককে ৪০ বছরের জেল দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়।



৭০ বছর বয়সী কারাদজিকের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী মামলাটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বলে বিবেচনা করা হয়।

কারাদজিকের বিরুদ্ধে গণহত্যা, সহিংসতা এবং যুদ্ধাপরাধের দায়ে ১১টি পৃথক অভিযোগ ছিলো। বলকান যুদ্ধের সময় এসব অপরাধ সংঘটিত হয়। অবশ্য নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতের কাছে বেকসুর খালাস চান তিনি।

১৯৯২-৯৫ সালের মধ্যে বসনিয়া যুদ্ধে স্রেব্রেনিৎসা শহরের ৮ হাজার মুসলিমসহ ১ লাখ মানুষকে হত্যার ঘটনায় কারাদজিককে মূলহোতা হিসেবে বিবেচনা করা হয়।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ নৃশংসতা সংঘটিত হয় এই যুদ্ধের সময়। রাদোভান কারাদজিকের নেতৃত্বাধীন সার্ব বাহিনীকেই মূলত দায়ী করা হয় এর জন্য।

এর আগে ২০০৮ সালে ৩১ জুলাই সার্বিয়ার বেলগ্রেড শহর থেকে কারাদজিককে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬/আপডেট: ২২১০ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।