ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সংকট

আগস্টের মধ্যে নতুন সংবিধান চায় যুক্তরাষ্ট্র-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আগস্টের মধ্যে নতুন সংবিধান চায় যুক্তরাষ্ট্র-রাশিয়া

ঢাকা: সিরিয়া সংকট নিরসনের একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই অংশ হিসেবে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে সিরিয়ায় নতুন একটি সংবিধান দেখতে চায় এই দুই পরাশক্তি।



রাশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ব্যাপারে বলেছেন, সিরিয়ার নতুন সংবিধানের ব্যাপারে রাশিয়া ও তার দেশ একমত হয়েছে। আগামী আগস্টের মধ্যেই তা দেখতে চায় উভয়পক্ষ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান কেরি।

তিনি আরো জানান, শান্তি আলোচনা ত্বরান্বিত করতে সিরীয় সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চাপ প্রয়োগ করার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ।

জেনেভায় এরই মধ্যে এক দফায় সিরীয় সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে বৃহস্পতিবার শেষ হওয়া এ শান্তি আলোচনাকে ‘পরোক্ষ’ বলছেন সবগুলো পক্ষ। মধ্যস্থতাকারী জাতিসংঘের দূত স্ট্যাফান ডে মিস্তুরা বৈঠক শেষে জানান, উভয়পক্ষই এ আলোচনায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছে।

তিনি জানান, প্রথম রাউন্ডের আলোচনা সফল হওয়ায় এখন দ্বিতীয় দফায় বৈঠক শুরুর প্রয়াস পাওয়া গেছে। আগামী এপ্রিলেই এটি শুরু হতে পারে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।