ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে হোলি উৎসবে পৃথক ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
উত্তর প্রদেশে হোলি উৎসবে পৃথক ঘটনায় নিহত ২৪

ঢাকা: প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও হোলি উৎসবে পৃথক ঘটনায় ভারতের উত্তর প্রদেশে ২৪ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) পুলিশের বরাত দিয়ে খবরটি জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয়।



এর মধ্যে লখনৌয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। বুলন্দশহরে অপর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নয়জন।

পুলিশ বলছে, বেশিরভাগ মৃত্যুর কারণ মাতাল হয়ে বেসামাল অবস্থায় গাড়ি চালনার কারণে।

এছাড়া, উত্তর প্রদেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে আরো বেশ কয়েকজনের।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হোলি উৎসবে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়ই আহত হয়েছেন ২৫২ জন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।