ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ১৬ নারীকে অপহরণ করেছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
নাইজেরিয়ায় ১৬ নারীকে অপহরণ করেছে বোকো হারাম

ঢাকা: নাইজেরিয়ায় ফের মাথাচাড়া দিতে চাইছে জঙ্গি সংগঠন বোকো হারাম। বেশ কিছুদিন ধরে দেশটির বাহিনীসহ প্রতিবেশি রাষ্ট্রগুলোর বাহিনীর হাতে চরমভাবে মার খাচ্ছে সংগঠনটি।

আস্তানা ফেলে পিছু হটতে হয়েছে বহুবার। কিন্তু এরই মাঝে হঠাৎ হঠাৎ অপকর্ম করে বসে এর সদস্যরা।

এরই অংশ হিসেবে এবার নাইজেরিয়া থেকে ১৬ নারীকে অপহরণ করে নিয়ে গেল বোকো হারাম।

দেশটির পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া অঙ্গরাজ্য থেকে ওই নারীদের তুলে নিয়ে যায় জঙ্গিরা।

অপহৃত ১৬ নারীর মধ্যে দু’জন কিশোরী রয়েছে বলে জানানো হয় খবরে।

আদামাওয়া পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর বলেছেন, একটি অনুসন্ধানী দল পাঠানো হয়েছে। এছাড়া সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।