ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ নেওয়ার অভিযোগে মার্কিন নৌ-কর্মকর্তার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ঘুষ নেওয়ার অভিযোগে মার্কিন নৌ-কর্মকর্তার কারাদণ্ড

ঢাকা: ঘুষের বিনিময়ে মালয়েশিয়ার এক প্রতিরক্ষা কন্ট্রাক্টরকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন র‌্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার চার বছরের কারাদণ্ড হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ডেনিয়েল ডাস্ক (৪৯) নামের ওই কর্মকর্তা বিলাসবহুল হোটেলে অবস্থান ও পতিতাসেবার বিনিময়ে তথ্যগুলো পাচার করেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ অপরাধের কারণে ক্যালিফর্নিয়ার স্যানডিয়েগোর একটি আদালত তাকে এ সাজা দিলেন।

চার বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ডেনিয়েলকে ৭০ হাজার ডলার (৭৮.৩২ টাকায় ডলার হিসাবে ৫৪ লাখ ৮২ হাজার টাকা) জরিমানা ও ৩০ হাজার ডলার (২৩ লাখ ৪৯ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা ও ক্ষতিপূরণের এ অর্থ পুরোটাই মার্কিন নৌবাহিনী পাবে।

মার্কিন সেনাবহরে ডেনিয়েল ডাস্কই প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, যার ওপর সাজার খড়গ নেমে এলো। ২০১৫ সালের জানুয়ারি মাসে আটকের পর তিনি তার অপরাধ স্বীকার করে নেন। মার্কিন বহরে সবচেয়ে বড় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা সাজার মুখে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।