ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পালমিরা শহর পুনর্দখলের দাবি সিরীয় সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
পালমিরা শহর পুনর্দখলের দাবি সিরীয় সেনাবাহিনীর ছবি: সংগৃহীত

ঢাকা: রুশ বিমান বাহিনীর সহায়তায় ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দেশটির প্রাচীন শহর পালমিরা পুর্নদখল নিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী।

রোববার (২৭ মার্চ) ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের মে মাসে আইএস ওই শহরটি দখলে নিয়েছিলো।

সংস্থাটি বলছে, রোববার সকালেও পালমিরা শহরের পূর্বাংশে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে এবং ওই ঘটনায় আইএস জঙ্গিরা পালিয়ে গেছে।

দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মিত্র বাহিনীয় সহায়তায় বর্তমানে পালমিরা শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

পালমিরা শহর ‘মরুভূমি নববধূ’ হিসেবে বিবেচিত হয়। যেখানে ২০১১ সালের আগে বছরে প্রায় ১০ হাজার পর্যটক ঘুরতে আসতেন।

এদিকে, আইএসের কাছ থেকে পালমিরা পুনর্দখলকে সরকারের বড় বিজয় বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।