ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরীয় প্লেন ছিনতাই নাটকের অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
মিশরীয় প্লেন ছিনতাই নাটকের অবসান

ঢাকা: অভ্যন্তরীণ রুটের মিশরীয় যাত্রীবাহী প্লেনটি নিয়ে ছিনতাই নাটকের অবসান হয়েছে। ছিনতাই হওয়া প্লেন থেকে যাত্রীদের নামার পর পাঁচ ক্রুকে নামতে দিয়েছে ছিনতাইকারী।

 

এ ঘটনায় সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিনতাইকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) কায়রোর উদ্দেশে আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে এমএস১৮১ ফ্লাইটটি। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।

ছিনতাইয়ের পর বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের এয়ারবাসটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী লারনাকায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।

এরপর কর্তৃপক্ষ ছিনতাইকারীর সঙ্গে আলোচনা শুরু করে। পরে প্লেনটিতে থাকা মিশরীয় নাগরিকদের নেমে যেতে দেওয়া হয়।

মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে প্লেনটিতে ৮০ জন যাত্রী থাকার কথা বললেও পরে জানায়, এতে অন্তত ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন। আরও কিছুক্ষণ পর ক্রুয়ের সংখ্যা বলা হয় পাঁচজন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরএইচ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।