ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীর বাছাই প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের উত্থানে গণমাধ্যমকে দুষলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
আগামী সপ্তাহে টেক্সাসে গুরুত্বপূর্ণ প্রাইমারিকে সামনে রেখে মঙ্গলবার (২৯ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রাজনৈতিক প্রতিবেদকদের মুখোমুখি হয়ে ওবামা গণমাধ্যমকে এ দোষ দেন।
এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করেননি, তবে সব ইঙ্গিতে বুঝিয়েছেন।
ট্রাম্প এবং অন্য প্রার্থীদের মিডিয়া কাভারেজের বিষয়ে ওবামা বলেন, ‘সবাইকে সমানভাবে মাইক্রোফোন দেওয়া হয়নি। ’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যখন বিভিন্ন স্থানে পরিদর্শনে যাই। জনগণ আমাকে জিজ্ঞেস করেন, কী হচ্ছে আমেরিকার রাজনীতিতে? কারণ এটি এমন একটি জায়গা, যেখানে আপনি সম্পন্নরূপে উন্মাদ রাজনীতি (ক্রেজি পলিটিকস) করে সফল হতে পারবেন না। ’
বিভেদপূর্ণ ও তিক্ত রাজনৈতিক পরিস্থিতির জন্য দেশটির রাজনীতিক, সাংবাদিক ও নাগরিকদের দায়ী করে ওবামা বলেন, ‘২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রিপোর্টারদের সংবাদ পরিবেশনায় আরও গভীরভাবে ভাবা উচিত। ’
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
টিআই