ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে বোমা হামলার ঘটনায় আটক ২১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
লাহোরে বোমা হামলার ঘটনায় আটক ২১৬ ছবি- সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গুলশান-ই-ইকবাল উদ্যানে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন অন্তত ২১৬ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (৩০ মার্চ) দেশটির পাঞ্জাব প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে ২৭ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই উদ্যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হন। পরে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করে নেয় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।

এরপরেই দেশটিতে চিরুনী অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই প্রেক্ষিতে গত দুইদিনে প্রায় ৫ হাজার ২২১ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পাঁচ হাজার পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।

রাওয়াপিন্ডি, মুলতানসহ বেশ কিছু স্থানে এখনও অভিযান চলছে। এছাড়া দেশটির বেশ কয়েকটি স্থানে মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার’র মুখপাত্র ইহসানুল্লাহ ইহসান এক টুইট বার্তায় জানান, তাদের পরবর্তী টার্গেট পাকিস্তানি সংবাদমাধ্যম। তারা এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।