ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাই এয়ারপোর্টে ট্যাক্সের ফাঁদে ট্রানজিট যাত্রীরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
দুবাই এয়ারপোর্টে ট্যাক্সের ফাঁদে ট্রানজিট যাত্রীরা!

ঢাকা: এখন থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়াপোর্টে ভ্রমণকারী সব যাত্রীকে ট্যাক্স দিতে হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এয়ারপোর্টটি ট্রানজিট হিসেবে ব্যবহারকারীরাও এ ঘোষণার অর্ন্তভুক্ত।

এর ফলে ট্যাক্সের ফাঁদে পড়েছেন এয়ারপোর্টটি ব্যবহারকারী বিশ্বের হাজার হাজার ভ্রমণকারী।

বুধবার (৩০ মার্চ) থেকে কার্যকর এ বিষয়টিকে দেশটির ‘অর্থনৈতিক সংকটের’ ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরটি ব্যবহারকারী সবাইকে বুধবার থেকে ট্যাক্স হিসেবে ৩৫ দিরহাম (৯.৫ ডলার, ১ ডলার সমান ৭৮ টাকা) দিতে হবে। ট্রানজিট যাত্রীরাও এর অর্ন্তভুক্ত।

বিশ্বব্যাপী বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণকারীদের ওপর এ ধরনের ট্যাক্স আরোপিত থাকলেও দুবাইয়ে এটিই প্রথম ঘটনা।

২০১৫ সালে বিমানবন্দরটি ব্যবহার করে ৭৮ মিলিয়ন (৭ কোটি ৮০ লাখ) ভ্রমণকারী যাতায়াত করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে পেছনে ফেলে ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের স্থান দখল করে নেয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির জন্য ১.২ বিলিয়ন ডলার (১২০ কোটি) ব্যয়ে গত মাসে বিমানবন্দরের উন্নয়ন করা হয়। যদিও যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ট্যাক্স বিমানবন্দরের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরটি থেকে প্রতিদিন বিশ্বের অন্তত ২৪০টি গন্তব্যে শতাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।