ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংবিধান লঙ্ঘন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
সংবিধান লঙ্ঘন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে রুল জারি করেছে।

 

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নিজের বাড়িতে সরকারি অর্থায়নে সংস্কার করেছেন তিনি।

শুধু তাই নয়, সে অর্থ ফেরতও দেননি জুমা।

 

রুল জারি করে সর্বোচ্চ আদালত দক্ষিণ আফ্রিকার রাজস্ব বোর্ডকে ৬০ দিন সময় বেঁধে দিয়েছে জুমাকে কি পরিমাণ অর্থ ফেরত দিতে হবে, তা নিরূপনে।

সর্বোচ্চ আদালতের এ রুল জারিকে বিরোধীদের জয় বলেই মনে করছেন অনেকে। জুমার বিরুদ্ধে এখন তারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।