ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ট্র্যান দাই কুয়াং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ট্র্যান দাই কুয়াং ছবি: সংগৃহীত

ঢাকা: ভিয়েতনামে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জননিরাপত্তা মন্ত্রী ট্র্যান দাই কুয়াং (৫৯)।

 

শনিবার (২ এপ্রিল) দেশটির ১৩তম সংসদের ১১তম অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ নির্বাচনে ৪৮১ ভোটের মধ্যে ৪৫২ ভোট পেয়ে ট্র্যান দাই কুয়াং নির্বাচিত হন।

নির্বাচন প্রক্রিয়ার পরপরই শপথ নেন নতুন প্রেসিডেন্ট। এর আগে, ২০১১ সাল থেকে কুয়াং ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভিয়েতনাম সংসদের নবনির্বাচিত সভানেত্রী এনগুয়েন থাই কিম এনগান প্রেসিডেন্ট পদের জন্য কুয়াংয়ের নাম প্রস্তাব করেন।

ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির (সিপিভিসিসি) ১২তম কেন্দ্রীয় কমিটির সদস্য কুয়াং দলটির ১২তম নীতি নির্ধারণী কমিটিরও সদস্য।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।