ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেসলার বৈদ্যুতিক গাড়ির বুকিং আড়াই লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
টেসলার বৈদ্যুতিক গাড়ির বুকিং আড়াই লাখ ছাড়ালো ছবি- সংগৃহীত

ঢাকা: মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক জানিয়েছেন, তাদের বহুল প্রতিক্ষিত মডেল-৩ বৈদ্যুতিক গাড়ি কিনতে অগ্রিম বুকিং দিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান তাদের পাঁচ আসনের অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়িটি উন্মুক্ত করে।

তবে গ্রাহকের কাছে কাঙ্ক্ষিত এ মডেলের গাড়িটি পৌঁছাবে ২০১৭ সালের শেষদিকে।

টেসলা জানিয়েছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ব্রাজিল, ভারত, চীন ও নিউজিল্যান্ডসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে গাড়িটির অগ্রিম বুকিং দেওয়া যাবে। তবে এর জন্য গ্রাহককে জমা দিতে হবে ১০০০ ডলার (৭৮.৩৬ টাকা হিসাবে ৭৮ হাজার ৩৬০ টাকা)।

এলন মাস্ক জানিয়েছেন, পুরোপুরি উৎপাদনে যাওয়ার পর তারা টেসলা-৩ মডেলের পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করবেন।

বিশেষ এই গাড়িটি একবার চার্জে অন্তত ২১৫ মাইল (৩৪৬ কিলোমিটার) ছুটতে পারবে।

এর আগে, গত বছর টেসলা তাদের ৫০ হাজার ৫৮০টি গাড়ি বিক্রি করেছে। এর বেশিরভাগই ‘এস স্যালঁ’ মডেলের।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।