ঢাকা: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (০৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরের দক্ষিণাঞ্চলে মার্কিন রেলওয়ে সার্ভিস আমট্র্যাকের ওই ট্রেন লাইনচ্যুত হয়।
এক বিবৃতিতে আমট্র্যাক জানিয়েছে, নিউইয়র্ক থেকে জর্জিয়ার সাভান্নাহগামী ট্রেনটি ফিলাডেলফিয়ার দক্ষিণাঞ্চলে রেললাইনের ওপর থাকা একটি নির্মাণসামগ্রীকে আঘাত করায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ট্রেনটিতে ৩৪১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। নিহত দু’জন আমট্র্যাকের কর্মী ছিলেন বলেও জানিয়েছে রেলওয়ে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
আরএইচ