ঢাকা: অাসামেও বিধান সভার নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হয়েছে সোমবার (০৪ এপ্রিল)। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রযোগ করেছেন ভোটাররা।
এ দফার নির্বাচনে মোট ৬৫টি কেন্দ্রে ভোটারের সংখ্যা মোট ৯৫ লাখ ১১ হাজার ৭৩২ জন। এরমধ্যে ৭৮ শতাংশ ভোট পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি, অাসাম গণ পরিষদ (এজিপি) এবং বরোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) জোটের সঙ্গে কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নির্বাচনে প্রথম দফায় নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈসহ ৫৩৮ প্রার্থী অংশ নিচ্ছেন।
এরমধ্যে বেশ কয়েক জন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। রাজ্যের তিতাবর বিধানসভা থেকে লড়ছেন মুখ্যামন্ত্রী তরুণ গগৈ। আর মাজুলি থেকে ভোটে অংশ নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সনোয়াল।
প্রথম দফায় ভোটে রাজ্যের কোথাও কোনো ধরনের বিশঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন কয়েকজন প্রার্থী।
যদিও আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে হয়নি।
আসামের ১২৬টি আসনের বাকিগুলোতে ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ভোট গণনা হবে ১৯ মে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমএ/